Dhaka Metro Rail job Circular 2024-ঢাকা মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করা হয়েছে। Dhaka Mass Transit Company Limited Job Circular 2024 আগ্রহী প্রাথিরা নারী ও পুরুষ উভয় অনলাইন আবেদন করতে পারবেন
এই পোষ্টের মাধ্যমে আমরা Dhaka Mass Transit Company Limited Job Circular 2024 এর আবেদনের যোগ্যতা, অনলাইনে আবেদন, ফরম পূরণ, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পকে জানবো। তাই Dhaka Metro Rail job Circular সম্পকে জেনে আসি।
যদি আপনি ঢাকা মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য এবং সঠিক ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছেন। আমরা নিয়মিত এই ওয়েবসাইট এ সকল সরকারি বা বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। সকল চাকরির আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন Cyberclub24.com
Dhaka Metro Rail job Circular 2024
Dhaka Mass Transit Company Limited Job Circular 2024 চাকরির আবেদন ১ আগস্ট ২০২৪ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://dmtcl.gov.bd/ প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ২ টি ক্যাটাগরি পদের জন্য ২০২ জন কে নিয়োগ দিবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড । চাকরির আবেদন শুরূ হয়েছে এবং আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। সকল আগ্রহী প্রাথিরা আবেদন করতে Dhaka Mass Transit Company Limited এর ওয়েবসাইট https://dmtcl.gov.bd/ হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
ঢাকা মেট্রোরেল জব সার্কুলার ২০২৪ আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতাঃ Dhaka Metro Rail job Circular 2024 এর বিজ্ঞপ্তি অনুসারে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরিক্ষায় উত্তীর্ণ।
- বয়েসসীমাঃ চাকরির আবেদন করতে হলে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে থাকতে হবে।
- লিঙ্গঃ নারী ও পুরুষ উভয় আবেদন করা যাবে।
- যোগ্যতাঃ কোনো কারিগরী প্রশিক্ষণ হতে কম্পিউটার বিষয়ে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে
- জেলাঃ সকল জেলার প্রাথিগন আবেদন করা যাবে।
- জাতীয়তাঃ অবশই বাংলাদেশের নাগরিক হতে হবে।
Dhaka Metro Rail job Circular 2024
পদের নাম: টিকেট মেসিন অপারেটর
পদ সংখ্যা: ১৩৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
বেতন: ৯৩০০-২২৪৯০/-(১৬তম গ্রেড)
পদের নাম: কাস্টমার রিলেশন এ্যাসিস্টেস্ট
পদ সংখ্যা: ৬৩টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
বেতন: ৯৩০০-২২৪৯০/-(১৬তম গ্রেড)
Dhaka Metro Rail job Circular 2024 নির্বাচন পদ্ধতি
আপনি যদি Govt Job সরকারি চাকরির প্রত্যাশী হন, তাহলে ঢাকা মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ একটি ক্যারিয়ার গোড়ার সুযোগ আপনার জন্য। Dhaka Mass Transit Company Limited Job Circular 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তি 2024 অনুযায়ি প্রাথিদের তিনটি পরিক্ষার ধাপ অতিক্রম করতে হবে। ১ লিখিত পরিক্ষা, ২ ব্যাবহারিক পরিক্ষা ,৩ ভাইভা পরিক্ষা Dhaka Metro Rail job Circular 2024 চাকরির সার্কুলার ২০২৪ আবেদনে বাংলাদেশি প্রাথিদের কাছে থেকে চাকরির আবেদন জমা দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানের নাম: | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড |
পদের নাম: | টিকেট মেসিন অপারেটর ও কাস্টমার রিলেশন এ্যাসিস্টেস্ট |
চাকরির স্থান: | ঢাকা |
পদের ধরণ: | ২ টি |
পদ সংখ্যা: | ২০২ টি |
কাজের ধরণ: | ফুল টাইম |
চাকরির ধরণ: | সরকারি চাকরি |
শিক্ষাগত যোগ্যতা: | উচ্চ মাধ্যমিক পাস |
বয়স: | চাকরির আবেদন করতে হলে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে থাকতে হবে। |
লিঙ্গ: | নানারী ও পুরুষ উভয় আবেদন করা যাবে। |
অভিজ্ঞতা: | কোনো প্রশিক্ষণ হতে কম্পিউটার বিষয়ে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে |
জেলা: | জেলার প্রাথিগণ আবেদন করতে পারবে |
বেতন: | ৯৩০০-২২৪৯০/-(১৬তম গ্রেড) |
অন্যান্য ভাতা: | সরকারি চাকরি আইন অনুযায়ি ভাতা প্রদান করা হবে |
আবেদন ফী: | ১,০০০ টাকা |
প্রকাশ সুত্র: | Dhaka Mass Transit Company Limited (DMTCL) ১ আগষ্ট ২০২৪ |
আবেদন: | ডাকযোগে |
আবেদন শুরুর তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদন শেষের তারিখ: | ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://dmtcl.gov.bd/ |
Dhaka Metro Rail Niyog Biggopti 2024 Image/PDF
ঢাকা মেট্রোরেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর ছবি বা পি ডি এফ প্রকাশিত করা হয়েছে। Dhaka Metro Rail job Circular 2024 চাকরির সার্কুলার ২০২৪ ছবিতে চাকরির বিবরণ আবেদন আবেদনের ফি যোগ্যতা আরও অনেক কিছু প্রক্রিয়া সম্পকে যানা যাবে। পি ডি এফ ফাইল টি আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন।
Dhaka Metro Rail Job Circular 2024
প্রকাশ সুত্র: Dhaka Mass Transit Company Limited (DMTCL) ১৪ আগষ্ট ২০২৪
আবেদন শুরুর তারিখ: আবেদন শুরু হয়েছে
আবেদন শেষের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে
আবেদনকারী আবেদন করার সময় অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
Dhaka Metro Rail job Circular কাগজপত্র
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি
- প্রশিক্ষণ সনদপত্রের ফটোকপি
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি
Dhaka Metro Rail job Circular ফি
পরিক্ষার ফি বাবদ এর অনুকুলে প্রাথীদের ১,০০০/- টাকা পে অডার বা ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে করে তার মুল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। একজন প্রাথী কেবল মাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পাঠানোর সময় খামের উপর বাম দিকে নিয়োগ বিজ্ঞপ্তি-১০ এবং পদের নাম উল্লেখ করতে হবে।
Dhaka Mass Transit Company Limited (DMTCL) Job Circular 2024 তথ্য
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ; মাধ্যমিক পর্যায়ের গণিত; দেশ ও কৃষ্টি, কম্পিউটার জ্ঞান এবং মেট্রোরেল সম্পর্কিত Standard Aptitude Test গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
চূড়ান্ত ভাবে মনোনীত প্রার্থীকে নির্ধারিত কোম্পানি হতে চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকুরীতে যোগদানের অব্যবহতি পরেই ডোপ টেস্ট করাতে হবে ডি এম টি সি এল এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র হতে। ডোপ টেস্টের ফলাফল হ্যাঁ হলে কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে।
Dhaka Metro Rail job Circular শিক্ষাগত কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসিট,কম্পিউটার প্রশিক্ষণের সনদ ও জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের জন্য মূল প্রমাণ আনতে হবে। আবেদনপত্র যাচাই-বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হাস/বৃদ্ধি করতে পারবে।
চূড়ান্তভাবে চাকরির জন্য মনোনীত হলে প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে
Dhaka Metro Rail job Circular 2024 আবেদনের ঠিকানা
আবেদনপত্র আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা- ১০০০-এর বরাবরে পৌঁছে দিতে হবে। হাতে কোনো আবেদনপত্র দাখিল করানো যাবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র পৌঁছালে তা বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর নিজের বর্তমান ঠিকানা স্পষ্ট ভাবে ৯০.৪” সাইজের খামের উপরে টাইপ বা লিখে করে এবং তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকেট আবেদনপত্রের সঙ্গে লাগিয়ে দাখিল করতে হবে।
Dhaka Mass Transit Company Limited পুলিশ ভেরিফিকেশন
পুলিশ ভেরিফিকেশন ফরম DMTCL এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd-এ পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকুরীতে যোগদানের সময় ০৩ (তিন) কপি পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে।