ChatGPT হলো বর্তমান বিশ্বে একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স চ্যাট বট। চ্যাট জিপিটি তৈরি করার হয়েছে OpenAI এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার মানে ChatGPT বা Chat bot কাজ করে ইন্সট্রাকশন পদ্ধতি ব্যবহার করে।
ChatGPT কি
ChatGPT যার পূর্ণরূপ হল Chat Generative Pre-trained Transformer একটি বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট বট। চ্যাট জিপিটি ডিপ লার্নিং এলগরিদম ব্যবহার করে মানুষের কথোপকথনের অনুরূপভাবে প্রতিক্রিয়া তৈরি করে যা টেক্সট বা পিকচার রেসপন্স হিসেবে প্রকাশ করে। বর্তমানে প্রায় ৪০০ জিবির মতো চ্যাট জিপিটির সংগ্রহে টেক্সট ডাটা রয়েছে। ইন্টারনেট বিশ্বে পাওয়া এমন আর্টিকেল, উইকি, ই-বুক ইত্যাদি থেকে কোটি কোটি ডাটা সংগ্রহ করে চ্যাট জিপিটি কে ট্রেইন করানো হয়েছে। এর জন্য OpenAI এর ChatGPT অ্যাপ্লিকেশানটি মানুষের মত করে ভাষা বুঝতে এবং লিখতে পারে।
চ্যাটজিপিটি প্রথম চালু করা হয় ৩০ নভেম্বর ২০২২ তারিখে। একটি প্রোটোটাইপ হিসাবে ৩০ নভেম্বর ২০২২ তারিখে চালু হয়। এক মিলিয়ন এর চেয়েও বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছিলো ওয়েবসাইটটিতে চালু হওয়ার কয়েক দিনের মধে, যা এক অবিশ্বাস্য এবং ChatGPT কে প্রতি মাসে ১০০ মিলিয়ন এর থেকেও বেশি মানুষ ইউজ করে।
বর্তমানে ইন্টারনেটের ধারাই বদলে দিয়েছে চ্যাট জিপিটি। আগে কোন তথ্য খুঁজে পেতে হলে গুগলে সার্চ করতাম আর সেখানে চ্যাট জিপিটি দুটো কাজ খুব দ্রুত করে দেয়, ChatGPT 3.5 ভার্শন থেকে ভার্শন 4 এর অনেক উন্নত ভাবে কাজ করে।
চ্যাট জিপিটি এর ভার্শন বর্তমানে ২ টা ফ্রী এবং পেইড। ফ্রী ভার্শন হলো ৩.৫ এবং ChatGPT 4 হলো পেইড ভার্শন। ৩.৫ ভার্শন এর থেকে ChatGPT 4 এ নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যাতে করে পেইড ইউজার হিসেবে আলাদা কিছু ফিচার ইউজ করতে পারে।
ChatGPT কিভাবে কাজ করে?
ChatGPT হল একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বট অ্যাপ্লিকেশন। ২০২০ সালে OpenAI transformer architecture language মডেলের উপর ভিত্তি করে ChatGPT গড়ে তলে। এই সিস্টেমকে মানুষের মত কথা বর্তা শিখাতে ইন্টারনেট থেকে ৪৫ টেরাবাইট লিখিত তথ্য দিয়ে ১৭৫ বিলিয়ন কথপকথন ধরনের উপর প্রশিক্ষন দেওয়া হয়েছে।
চ্যাট জিপিটি মুলত তিনটি ধাপে তার কাজ সম্পূণ্য করে ১। প্রদর্শন তথ্য সংগ্রহ এবং একটি তত্ত্বাবধান নীতি প্রশিক্ষণ ২। তুলনা তথ্য সংগ্রহ এবং একটি পুরস্কার মডেল প্রশিক্ষণ ৩। প্রো রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদন ব্যবহার করে পুরষ্কারের মডেলের বিরুদ্ধে একটি নীতি অপ্টিমাইজ করুন এই তিনটি প্রধান ধাপের মধে আরোও দশটির ও বেশি ধাপ রয়েছে। যার মাধমে চ্যাট জিপিটি গ্রাহকের কাছ থেকে প্রশ্ন শুনে এবং প্রশ্ন অনুযায়ি সমভাব একাধিক উত্তর খুজে বের করে।
সব শেষে গ্রাহকের প্রশ্নের সাথে সাম্নজ্যস উত্তরটি পরিবেশন করে। কথপকথনে গভিরতা বিচারে এই ধাপগুলো সম্পূণ্য করতে চ্যাট জিপিটি মাত্র ৬ থেকে ১৫ সেকেন্ড সময় নেয়। এই মডেলকে ট্রান্সফরমার নামের একটি ডিপ্লানটিং কাঠামোর অধিনে পরিচালিত করার কারণে বহু তথের ভিতর থেকে প্রয়োজনিও তথ্য প্রক্রিয়া যাত করণে সক্ষ্যমতা রয়েছে।
চ্যাট জিপিটির সৃজনশীলতা শুধু কথা বারতা এবং প্রশ্নের উত্তর দেওয়াতেই শীমাবরধতা নেই। এটি মানুষের মতো গল্প কবিতা চলচিত্রের চিত্রনাট, এমন কি বিভিন্ন জটিল সফটওয়ারের মতো কোডও লিখতে পারে। চ্যাট জিপিটি কে দিয়ে শীমাহীন কাজ করিয়ে নেওয়া সম্ভব।
চ্যাট জিপিটি এর “Send a message” বক্সে কোন কিছু প্রশ্ন টাইপ করে সেন্ড করলে তখন এই চ্যাট জিপিটি টুলটি সেই লেখাকে প্রর্যবেক্ষণ করে। প্রর্যবেক্ষণ করার জন্য পুরো সেন্টেন্সকে (String) আকারে ভেঙে নিয়ে নেয়। আপনার প্রশ্ন গুলোতে থাকা ওয়ার্ড গুলোকে তার ডাটাবেজে থাকা ১৭৫ বিলিয়ন ডাটা এর উপর নির্ভর করে, একটি অনুমান আউটপুট তৈরি করে ইউজারের সামনে প্রদর্শন করে থাকে।
চ্যাটজিপিটি দিয়ে কি কি তৈরি করা যায়
চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু করা যায়। যেমন: যেকোন ওয়েবসাইটের কোড করা যায়, অ্যাপ তৈরি করা যায়, কোন কিছুর আটিকেল লেখা যায়। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইত্যাদি
চ্যাট জিপিটির সুবিধা
চ্যাট জিপিটিকে বিভিন্ন টেক্স ডাটার উপর প্রচুর পরিমানে প্রশিক্ষিত করা হয়েছে। তাই সহজে যেকোন বিষয়ের উপর লেখা তৈরি করতে সক্ষম। কোন ইউজার যদি কোন কিছু জানতে চায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে প্রশ্নের উত্তর ইউজার এর সামনে হাজির করে দেয়। এবং উচ্চ মানের লেখা তৈরি করতে সক্ষম ইমেজ দিয়ে কোন সম্যসার সমাধান জানতে চাইলে অতি দুরুত্ব তার সমাধান করে দেয়
চ্যাট জিপিটির মত বিভিন্ন রকম তথ্য জানতে আমাদের ওয়েবসােইট ভিজিট করুন-Cyberclub24.com