Bangladesh Senabahini Job Circular 2024-বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Bangladesh Senabahini Besamorik Job Circular 2024 এ আগ্রহী প্রাথিরা নারী ও পুরুষ উভয় অনলাইন আবেদন করতে পারবেন
এই পোষ্টের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার এর আবেদনের যোগ্যতা অনলাইনে আবেদন ফরম পূরণ, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পকে জানবো। তাহলে Bangladesh Senabahini Job Circular 2024 সম্পকে জেনে আসি।
যদি আপনি Bangladesh Senabahini Job Circular 2024 সন্ধান করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য সঠিক ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছেন। আমরা নিয়মিত এই ওয়েবসাইট এ সকল সরকারি বা বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। Defence এর সকল চাকরির আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইট এ ভিজিট করুন Cyberclub24.com
Bangladesh Senabahini Job Circular 2024
বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিজ্ঞপ্তি ৭ নভেম্বর ২০২৪ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে joinbangladesharmy.army.mil.bd প্রকাশ করা হয়েছে। এই এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ টি ক্যাটাগরি পদের জন্য অসংখ্য জন কে নিয়োগ দিবে bangladesh Senabahini। চাকরির আবেদন শুরু ২৫ নভেম্বর ২০২৪ তারিখে এবং আবেদন শেষ ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে। সকল আগ্রহী প্রাথিরা অতি তারাতারি আবেদন করে ফেলুন। চাকরির আবেদন করার জন্য ওয়েবসাইট টি হল https://join.army.mil.bd/
বাংলাদেশ সেনাবাহিনী জব সার্কুলার ২০২৪ আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতাঃ Bangladesh Senabahini Job Circular 2024 এর চাকরির আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
বয়েসসীমাঃ চাকরির আবেদন করতে হলে প্রাথিদের অবশই সাড়ে ১৬ থেকে ২১ বছর এর মধ্যে থাকতে হবে।
লিঙ্গঃ শুধু পুরুষ আবেদন করতে পারবে।
যোগ্যতাঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ি সব কিছু ঠিক থাকতে হবে।
জেলাঃ উল্লেখিত জেলার প্রাথিরা আবেদন করতে পাবে।
জাতীয়তাঃ প্রাথিদের অবশই বাংলাদেশের নাগরিক হতে হবে।
Bangladesh Army Job Circular 2024
পদের নামঃ এমওডিসি সৈনিক।
পদ সংখ্যাঃ অসংখ্য।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
bangladesh army job circular 2024 নির্বাচন পদ্ধতি
যদি আপনার Defence Job চাকরির প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী চাকরির সার্কুলার ২০২৪ একটি দুর্দান্ত ক্যারিয়ার গোরার সুযোগ আপনার জন্য। Bangladesh Senabahini Job Circular 2024 অনুযায়ি প্রাথিদের অনেক গুলো পরিক্ষার ধাপ অতিক্রম করতে হবে। ১। স্বাস্থ্য ও মৌখিক, ২। লিখিত পরিক্ষা, ৩। ISSB পরিক্ষা, ৪। চুড়ান্ত স্বাস্থ্য পরিক্ষা, ৫। চুড়ান্ত নির্বাচন, ৬। বিএমএ প্রশিক্ষণ এই গুলির বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। Sainik.teletalk.com.bd Apply চাকরির সার্কুলার ২০২৪ আবেদনে বাংলাদেশি প্রাথিদের কাছে থেকে চাকরির আবেদন জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে Bangladesh Senabahini
Bangladesh Senabahini Job Circular 2024 সকল তথ্য
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ সেনাবাহিনী |
পদের নাম: | এমওডিসি সৈনিক |
চাকরির স্থান: | যে কোন স্থানে |
পদের ধরণ: | ১ টি |
পদ সংখ্যা: | অসংখ্য |
কাজের ধরণ: | ফুল টাইম |
চাকরির ধরণ: | ডিফেন্স চাকরি |
শিক্ষাগত যোগ্যতা: | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট |
বয়স: | প্রাথিদের অবশই সাড়ে ১৬ থেকে ২১ বছর এর মধ্যে থাকতে হবে। |
লিঙ্গ: | শুধু পুরুষ |
অভিজ্ঞতা: | অভিজ্ঞতা প্রয়োজন নেই |
জেলা: | উল্লেখিত জেলার প্রাথীগন আবেদন করতে পারবে। |
বেতন: | ৮,৮০০/- |
অন্যান্য ভাতা: | ডিফেন্স অনুযায়ী |
আবেদন ফী: | ৩০০/- |
আবেদন: | অলনাইনে |
প্রকাশ সুত্র: | https://join.army.mil.bd |
আবেদন শুরুর তারিখ: | ২৫ নভেম্বর ২০২৪ তারিখে |
আবেদন শেষের তারিখ: | ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://join.army.mil.bd/ |
Bangladesh Senabahini Niyog Biggopti 2024 image/pdf
Bangladesh Senabahini Job Circular 2024 এর ছবি বা পি ডি এফ প্রকাশিত করা হয়েছে। Sainik Niyog Biggopti 2024 চাকরির সার্কুলার ২০২৪ ছবিতে চাকরির বিবরণ আবেদন আবেদনের ফি যোগ্যতা আরও অনেক কিছু প্রক্রিয়া সম্পকে যানা যাবে। পি ডি এফ ফাইল টি আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন।
Bangladesh Senabahini Job Circular 2024
প্রকাশ সুত্র: Bangladesh Army
আবেদন শুরুর তারিখ: ২৫ নভেম্বর ২০২৪ তারিখে
আবেদন শেষের তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে
বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা
- সাধারণ ট্রেড (GD) এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ
- করণিক ট্রেড (CLK) এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ
- আর্মোরার ট্রেড (ARMR) এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ(বিজ্ঞান বিভাগ)
বাংলাদেশ সেনাবাহিনী আবেদনের বয়সসীমাঃ
প্রাথিদের বয়স ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছর মাস হতে ২৫ বছর হতে হবে, বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের শারীরিক মান
Bangladesh Senabahini Job Circular যোগ্যতা
- উচ্চতা: পুরুষ-(৫’-৬”) ১.৬৮ মিটার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় (৫’-৪”) ১.৬৩ মিটার।
- ওজন: পুরুষ-৫৪ কেজি, মহিলা-৪৬ কেজি
- বুকের মাপ: পুরুষ- স্বাভাবিক- ০.৭৬ মিটার (৩০”) , প্রসারণ-০.৮১ মিটার(৩২”)
- চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন
- স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য
- সাতাঁর: নূন্যতম ৫০ মিটার সাতাঁর জানা অতাবশ্যক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশের নাগরিক।
এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী
১ম ধাপ
ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
১। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন।
প্রথম এসএমএস: MODC<স্পেস>এসএসসি বোর্ডের প্রথম তিনটি অক্ষর<স্পেস>রোল<স্পেস>পাসিং ইয়ার<স্পেস>ডিস্ট্রিক্ট কোড <স্পেস> ট্রেড কোড
উদাহরণ: MODC DHA 236098 2022 34 GD (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)
২। এমওডিসি সন্তান (MS) প্রার্থীরা নিয়ম অনুযায়ী টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে। এমওডিসি সদস্যদের সন্তানগণ (MS) যোগ্যতা থাকলেও সাধারণ ট্রেড (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন।
প্রথম এসএমএস: MODC<স্পেস>এসএসসি বোর্ডের ১ম তিনটি অক্ষর<স্পেস>রোল<স্পেস>পাসিং ইয়ার<স্পেস>ডিস্ট্রিক্ট কোড<স্পেস>এমএস <স্পেস> ট্রেড কোড
উদাহরণ: MODC KHU 236098 2022 34 MS CLK (খুলনা বোর্ডের জন্য KHU, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)
২য় ধাপ
৩। প্রার্থীদের প্রথম এসএমএস প্রেরণের পর সকল তথ্য যাচাই বাছাই করে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর এসএমএস এর মাধ্যমে প্রদান করা হবে। পিন নম্বর পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থী যদি আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য ২য় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা কর্তন করা হবে, তাই মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকতে হবে।
দ্বিতীয় এসএমএস: MODC YES PIN CONTACT MOBILE NUMBER and send to 16222
উদাহরণ: MODC হ্যাঁ 236098 01XXXXXXXXXXXX এবং 16222 নম্বরে পাঠান
৩য় ধাপ
৪। ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা এ http://modc.teletalk.com.bd লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর ৩০০Pixel x ৩০০Pixel (দৈর্ঘ্য ও প্রস্থ) Pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। সর্বোচ্চ ১০০ কেবি (kb)ফাইল সাইজ এর মধ্যে থাকতে হবে।
Bangladesh Senabahini Job Circular 2024 প্রবেশপত্র
৫। আবেদন পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ০৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে না পারলে, পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।
৬। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।
৭। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।
Bangladesh Senabahini Job Circular 2024 হেল্প লাইন
৮। প্রার্থীর USER ID ও Password হারিয়ে/ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য
নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে চার্জ অপ্রযোজ্য। তবে পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর ০১৫৫২১৪৬০৬০/০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
MODCHELPSSC boardROLL PASSING YEARডিস্ট্রিক্ট কোড অথবা MODCHELPPINPIN NUMBER লিখে পাঠান 6596 নম্বরে
উদাহরণ: MODC HELP DHA 236098 2017 34 অথবা MODC HELP PIN 894098 and send to 6596
৯। জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে (Call 121, Then press 8, then press 1) যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন ০১৫০০১২১১২১ এই নম্বরে অথবা ই-মেইল করুনঃ [email protected]
Bangladesh Senabahini Job Circular 2024 ভর্তির সময় যা যা সাথে আনতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার মুল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হলে সত্যায়িত করতে হবে। তাছাড়া মুল সনদপত্র ইপস্থাপন করতে হবে।
- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৃর্তক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মুল প্রশংষাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
- অভিভাকের সম্মতিসুচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
- সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি।
- সদ্যতোলা পার্সপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ x ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ x ২ সেঃ মিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশী রং এর, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে (অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে)।
- লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
- উপজাতিদের ক্ষেত্রে, উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।