Navy Job circular 2024-বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করা হয়েছে। নৌবাহিনী জব সার্কুলার ২০২৪ আগ্রহী প্রাথিরা নারী ও পুরুষ উভয় অনলাইন আবেদন করতে পারবেন
এই পোষ্টে আমরা Navy Job circular 2024 এর আবেদনের যোগ্যতা অনলাইনে আবেদন ফরম পূরণ, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পকে জানবো। তাই নৌবাহিনী জব সার্কুলার সম্পকে জেনে আসি।
যদি আপনি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ খুজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্যই এবং সঠিক ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছেন। আমরা নিয়মিত এই ওয়েবসাইট এ সকল সরকারি বা বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। সকল চাকরির আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইট এ ভিজিট করুন Cyberclub24.com
Navy Job Circular 2024
বাংলাদেশ নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। এ নৌবাহিনী ১৯৭১ সালে গঠন করা হয়েছে। অন্যান্য সময়ে সরকারি চাকরির মধ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির চাকরিটি অন্যতম। আপনি একটি সুন্দর ভবিষ্যৎ নৌবাহিনী চাকরি গড়তে পারেন। বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জব সার্কুলার প্রকাশ করে থাকে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Navy Job circular 2024 চাকরির আবেদন ১৩ আগস্ট ২০২৪ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.joinnavy.navy.mil.bd প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১ টি ক্যাটাগরি পদের জন্য অসংখ্য জন কে নিয়োগ দিবে বাংলাদেশ নৌবাহিনী। চাকরির আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে। সকল আগ্রহী প্রাথিগন অতি তারাতারি আবেদন করে ফেলুন। চাকরির আবেদন করার জন্য ওয়েবসাইটটি হল www.joinnavy.navy.mil.bd
বাংলাদেশ নৌবাহিনী জব সার্কুলার ২০২৪
আপনি যদি Govt Job সরকারি চাকরি নৌবাহিনী এর প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ একটি দুর্দান্ত ক্যারিয়ার গোরার সুযোগ আপনার জন্য। Navy Job circular 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তি 2024 অনুযায়ি প্রাথিদের তিনটি পরিক্ষার ধাপ অতিক্রম করতে হবে। ১ লিখিত পরিক্ষা, ২ ব্যাবহারিক পরিক্ষা ,৩ ভাইভা পরিক্ষা Navy Job circular 2024 চাকরির সার্কুলার ২০২৪ আবেদনে বাংলাদেশি প্রাথিদের কাছে থেকে চাকরির আবেদন জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী
Navy Job circular 2024
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: ২০২৫-বি অফিসার ক্যাডেট ব্যাচ।
পদের নাম: অফিসার ক্যাডেট।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সকল তথ্য
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ নৌবাহিনী |
পদের নাম: | ২০২৫ বি অফিসার ক্যাডেট ব্যাচ |
চাকরির স্থান: | ঢাকা |
পদের ধরণ: | অফিসার ক্যাডেট |
পদ সংখ্যা: | অসংখ্যা |
কাজের ধরণ: | ফুল টাইম |
চাকরির ধরণ: | ডিফেন্স চাকরি |
শিক্ষাগত যোগ্যতা: | কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট |
বয়স: | প্রাথিদের বয়স ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর |
লিঙ্গ: | নারী ও পুরুষ উভয় প্রাথীগন আবেদন করতে পারবেন |
অভিজ্ঞতা: | কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই |
জেলা: | প্রতেক জেলার প্রাথিগণ আবেদন করতে পারবে |
বেতন: | ১০,৫০০ টাকা প্রশিক্ষণ চলাকালিন |
অন্যান্য ভাতা: | প্রশিক্ষণের পদবি অনুসারে |
আবেদন ফী: | ১০০০ টাকা |
প্রকাশ সুত্র: | https://joinnavy.navy.mil.bd/ |
আবেদন: | অনলাইনে |
আবেদন শুরুর তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদন শেষের তারিখ: | ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://joinnavy.navy.mil.bd/ |
Navy Niyog Biggopti 2024 Image/PDF
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর ছবি বা পি ডি এফ প্রকাশিত করা হয়েছে। Navy Job Circular 2024 চাকরির সার্কুলার ২০২৪ ছবিতে চাকরির বিবরণ আবেদন আবেদনের ফি যোগ্যতা আরও অনেক কিছু প্রক্রিয়া সম্পকে যানা যাবে। Navy Job Circular 2024 PDF ফাইল টি আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন।
Navy Job Circular 2024
প্রকাশ সুত্র: https://joinnavy.navy.mil.bd/ ১ আগস্ট ২০২৪ তারিখে
আবেদন শুরুর তারিখ: আবেদন শুরু হয়েছে
আবেদন শেষের তারিখে: ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান: উভয় পরীক্ষায় ( বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ । উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই লেটার গ্রেড-এ অন্তর্ভূক্ত থাকতে হবে।
অথবা, GCE: মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে\ পদার্থ ও গনিতসহ কমপক্ষে ৫ টি বিষয়ের মধ্যে ন্যূনতম লেটার গ্রেড-বি, এবং গ্রেড-এ লেবেলে পদার্থ ও গনিতে ন্যূনতম লেটার গ্রেড- বি।
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের বয়সসীমাঃ
প্রাথিদের বয়স ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর ১৯ জুলাই ১৯ ডিসেম্বর তারিখে, বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের শারীরিক মান
উপযুক্ততা পুরুষ মহিলা
উচ্চতা: পুরুষ-(৫’-৪”) ১৬২.৫ সেন্টিমিটার, মহিলা-(৫’-২”) ১৫৭.৪৮ সেন্টিমিটার।
ওজন: পুরুষ-৫০ কেজি, মহিলা-৪৭ কেজি
বুকের মাপ: পুরুষ- স্বাভাবিক-৩০” (৭৬.২ সেঃ মিঃ) , প্রসারণ-৩২”(৮১.২৮ সেঃ মিঃ) মহিলা-স্বাভাবিক-২৮” (৭১.১২ সেঃ মিঃ) সম্প্রসারিত-৩০” (৭৬.২ সেঃ মিঃ)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলা ।
Navy Job Circular এর অযোগ্যতা
- যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত
- সিএমবি অথবা আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত
- প্রাথির বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণ যোগ্য নয়। ১৮ বছর বয়েসের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপরাশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা তারিখের মধো জিডি(পি) শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ৬ মাস অতিবাহিত হতে হবে।
- আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রীন্ড আউট অথবা দুইবার প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবে না(একবার হলে করতে পারবে)
- সেনা নৌ বিমান অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ
বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়ােগ বিজ্ঞপ্তির আবেদন করার পদ্ধতিঃ
যদি আপনি বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ বি অফিসার ক্যাডেট ব্যাচ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যোগ্য প্রাথীরা আবেদন করতে চাইলে আপনাকে সরাসরি https://joinnavy.navy.mil.bd Navy এর ওয়েবসাইটে গিয়ে APPLY NOW বাটনে ক্লিক করতে হবে। তাদের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং এর মাধমে পরিশোধ করতে পারেন যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট। পরিশোধ করা হলে আবেদনকারীর মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবেে
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে LOGIN করে, তাদের আবেদন পদ্ধতি অনুযায়ি আবেদন ফর্ম অনুসরণ করে ফর্মটি পুরণ করতে হবে। চুরান্তভাবে SUBMIT করার পূর্বে আবেদন কারি ভালো করে পড়ার সুযোগ পাবে, এবং আবেদনপত্র সবকিছু ঠিক থাকলে চুরান্ত ভাবে SUBMIT করতে হবে। SUBMIT করা হলে আবেদন কারীরা আবেদনপত্র ও প্রবেশপত্র DOWNLOAD করতে পারবেন।
যদি কোনো আবেদন কারি তার মোবাইল নম্বরে ইউজার আইডি না পেলে ২৪ ঘন্টার মধ্যে [email protected] – এ আবেদনের জন্য ব্যবহ্যত এড্রেস হতে পেমেন্ট ইনভয়েস কপি বা প্রমান সহ ইমেল করে জানাতে হবে।
Navy Job Circular এর কাগজপত্র
প্রাথীগনদের আবেদন পত্র সঠিকভাবে পুরণ কর্তৃক: পরিক্ষার সময পৃর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসমুহ পরিক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে
- সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশঙসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি
- নাগরিকত্ব, চারিত্রিক সনদ জমা দিতে হবে।
- সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি।
- বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র
- জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
- খেলাধুলা বা অন্যান্য যেকোন বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি।
- দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয় সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালন্সে সনদের সত্যায়িত ফটোকপি।